
আজ ৬ই এপ্রিল ২০২৫ প্রভু শ্রী রামচন্দ্রের স্মরণার্থে ও সনাতন ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা এক হওয়ার জন্য দেশ জুড়ে রাম নবমী পালিত হল।
রাম নবমী হল অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা, তাদের সন্তান রামের জন্মগ্রহণ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। শ্রী রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়।