পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে ডেটা ম্যানেজার(DPMU/CPMU) পদে কর্মী নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে যারা একটি চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির (West Bengal State Health & Family Welfare Samiti) তরফ থেকে ন্যাশনাল আরবান হেলথ্ মিশন (National Urban Health Mission) এর তত্ত্বাবধানে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

ডেটা ম্যানেজার / Data Manager (DPMU/CPMU)

বয়সসীমা (Age Limit)

এই পদের জন্য আবেদনকারীর বয়স ১.০১.২০২৪ তারিখের হিসেবে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

মাসিক বেতন ৩৫,০০০ টাকা। (NHM নির্দেশিকা অনুযায়ী বৃদ্ধি )

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদের জন্য শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা না হলে বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল হতে বাধ্য। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

মোট ১০০ নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করে মেরিট লিস্ট তৈরি হবে। এই ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বর শিক্ষাগত যোগ্যতার (Academy Score) ওপর, ১৫ নম্বর কম্পিউটার টেস্টের (Computer Test) ওপর এবং ১০ নম্বর এক্সপেরিয়েন্স (Working Experience) তথা অভিজ্ঞতার ওপর বরাদ্দ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে।
  • আবেদনকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হল।

২ বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে (MCA) মাস্টার্স।

অথবা

১ বছরের অভিজ্ঞতা সহ পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি (M.Sc Statistics)

অথবা

৩ বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি (BCA)

অথবা

২ বছরের অভিজ্ঞতা সহ তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি

এবং

এমএসঅফিস সহ কম্পিউটারে দক্ষতা

আবেদনের শেষ তারিখ (Last Date of Application)

এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ৮ ই জুলাই, ২০২৪ থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২২ শে জুলাই, ২০২৪ পর্যন্ত।

আবেদন ফি (Application Fees)

এই পদের জন্য আবেদন ফি সংরক্ষিত বিভাগের জন্য ৫০ টাকা। ফি শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে জমা দিতে হবে।

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Application Link Click Here

We will be happy to hear your thoughts

Leave a reply

jobguideweb.com
Logo