West Bengal Police Recruitment 2024

রাজ্যে ১০২৫৫ শুন্যপদে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ।

বিস্তারিত জেনে নিন 👆👆👆

WBP Constable Recruitment 2024

West Bengal Police Constable Recruitment 2024 : ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পোস্টের জন্য সকলে আবেদন করতে পারবেন।এর জন্য কিছু নির্দিষ্ট বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা ও মাঠ এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুবর্ণ সুযোগ। আর দেরি না করে সকলে বিস্তারিত দেখে নেন।

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলের পদগুলি লিখিত ভিত্তিতে পূরণ করা হবে। পরীক্ষার পরে শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
এবং সাক্ষাৎকার পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড দ্বারা পরিচালিত হবে।

পদের নাম

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল

শুন্যপদ

মোট ১০২৫৫ টি (পুরুষ ৭২২৮ টি এবং মহিলা ৩০২৭ টি )

শিক্ষাগত যোগ্যতা

  1. আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  2. অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 
  3. আবেদনকারীকে বাংলা ভাষা বলতে, পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। (অবশ্য দার্জিলিং এবং কালিম্পং জেলা ছাড় আছে।)

বয়স

আবেদনকারীর বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ (আঠার) বছরের বেশি এবং ৩০ (ত্রিশ) বছরের কম হতে হবে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ (পাঁচ) বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণী-এ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী-বি প্রার্থীদের ক্ষেত্রে ৩ (তিন) বছর, তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে (তিন) বছর এবং স্বেচ্ছাসেবক/গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবকদের (পাঁচ) বছর বয়সের ছাড় আছে।

শারীরিক যোগ্যতা

WBP Constable Recruitment 2024 : পুরুষ এবং মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকের শারীরিক যোগ্যতা নিম্নে দেওয়া হল। 

পুরুষ সকল প্রার্থীদের (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি ছাড়া) উচ্চতা ১৬৭ সেন্টিমিটারের বেশি ও ওজন ৫৭ কেজির বেশি এবং ছাতি না ফুলিয়ে ৭৮ সেন্টিমিটার ও ফুলিয়ে ৮৩ সেন্টিমিটার।

মহিলা সকল প্রার্থীদের (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি ছাড়া) উচ্চতা ১৬০ সেন্টিমিটারের বেশি ও ওজন ৪৯ কেজির বেশি এবং ছাতির মাপ লাগবে না।

পুরুষ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা ১৬০ সেন্টিমিটারের বেশি ও ওজন ৫৩ কেজির বেশি এবং ছাতি না ফুলিয়ে ৭৬ সেন্টিমিটার ও ফুলিয়ে ৮১ সেন্টিমিটার।

মহিলা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফসিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা ১৫২ সেন্টিমিটারের বেশি ও ওজন ৪৫ কেজির বেশি এবং ছাতির মাপ লাগবে না।

শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)

পুরুষদের জন্য ১৬০০ মিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডে, মহিলাদের জন্য ৮০০ মিটার দৌড় ৪ মিনিটে এবং তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের ৮০০ মিটার দৌড় ৩ মিনিট ৩০ সেকেন্ডে সম্পূর্ণ করতে হবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

jobguideweb.com
Logo